কেবল উৎসাহ দিলেই হয়না ; উৎসাহ দেওয়ার মত একটা অবস্থানও থাকতে হয় । যদি তা-ই হয় শুধু বাংলাদেশ না বিশ্বক্রিকেটে সেই অবস্থানের চূড়ায় আছে সাকিব আল হাসান ।
জুবায়েরের প্রতি সংবাদ সম্মেলনে তার মন্তব্য - ''আমার মনে হয় জুবায়ের এমন একজন স্পিনার যার ৩০০-৪০০ উইকেট নেওয়ার মত ক্ষমতা আছে। আমরা এই দেশেই বেশি ম্যাচ খেলব, জিতবো; আর জিততে হলে উইকেট নিতে হবে। আর বাংলাদেশে উইকেট নিতে হলে আমিতো লিখনের চেয়ে ভাল বোলার আর দেখি না।''
একটা ন্যাশনাল টিমের প্লেয়ারের ঘরোয়া ক্রিকেটব্যবসায় যায়গা হইতেছেনা , ব্যবসার কারণে প্র্যাক্টিসের সুযোগ হইতেছেনা তার পক্ষে টিমের কেউর না কেউরতো মুখ খোলা দরকার । মুখটা খুলছে সেই বিশ্ববেয়াদপ সাকিব । এমনিতে সাকিব উৎসাহ দিলেও ঠিক এইভাবে ৩-৪শ উইকেটের কথা কখনো বলেনাই । বোঝাই যাচ্ছে এই এই বিরল প্রতিভারে নষ্ট করার সমস্ত রঙমঞ্চ যখন প্রস্তুত তখন একটু বেয়াদবি করার সুযোগ ছাড়েনাই ।
এই বেয়াদপটা বিশ্বকাপের সময় ইংল্যান্ডের বিপক্ষে সেই ঐতিহাসিক ম্যাচে রুবেল যখন মিথ্যামামলা আর দুনিয়ার সুশীল নারবাদির মিথ্যা আক্রমণ মাথায় নিয়া লড়ছে তখন রুবেলরে বলছে -'' রুবেল, জীবনের সেরা ছয়টা বল কর। তোর দিকে সারা বাংলাদেশ শুধু না, সারা পৃথিবী চেয়ে আছে। মানুষ দলের জন্য বল করে, ম্যাচ জেতানোর জন্য বল করে; তুই নিজের জীবনের জন্য বল কর। তুই যদি পারিস, সারা জীবনের জন্য মানুষ তোকে মনে রাখবে।''
মানুষ মনে রাখছে,রাখবে । সেই রুবেলের টেস্ট একাদশে যায়গা হয়নাই এই নোংরামির কি জওয়াব আছে হাতুড়িসিঙ্ঘির কাছে ? বেয়াদপটার মেইল ফাঁস কৈরা ছেঁচড়া পলিটিক্স কৈরা সাকিবরে ৬ মাস নিষিদ্ধ কৈরা দলরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হারানোর কি জওয়াব আছে তার কাছে ? যেই রুবেলের আছে ৬ বছর বাংলাদেশের সেরা পেসার থাকার অভিজ্ঞতা , আছে অসংখ্য ম্যাচজয়ি পারফরমেন্স , আছে ব্রিটিশদের বিপক্ষে এমন দুইটা রিভার্স স্যুইং যার মূল্য পয়সা দিয়া হয়না ; ইন্ডিয়ার চুরি চামারির মূল্য পয়সা দিয়া হয় ; সেই রুবেলরে ফিট পায়া মাশরাফি নাই এমতাবস্থায় বসায়া রাখার কি মানে আছে ?
হ্যা যখন দিনের পর দিন শ্রীলংকা সিরিজে আমাপায়ারেরা চুরি কৈরা যাইতেছিলো কি বাল ছিড়ছিলা তখন তুম্রা ? যখন ইন্ডিয়া জিতা বিশ্বকাপটা চামারি কৈরা হারায়া দিছে তখন তমাগো এইসব নিয়মতান্ত্রিকতা কই ছিলো ? বেয়াদপ সাকিব এমন সময় সারা পৃথিবীর সামনে মেশিন দেখায় । ম্যাচের তোয়াক্কা না কৈরা মনের সুখে বাইড়ায় । দেশে এমন বেয়াদপের দরকার আছে । এমন বেয়দপের জন্যই এখনো খেলা দেখি । সে বেয়াদবি করে , কারণ সে চুরির পয়সা গিল্যা সুশীলতা চুদায় না । তোমরা ব্যবসা করো , চুরি করো , দেশের স্বার্থ না ভাইবা নিজের আখের গুছাও , চামারি ঢাকতে মাইনসের সামনে সুশিলতা চুদাও । আর সময় সুযোগমত সাকিবরা তোমাদের মেশিন দেখায়ে দেয় । ওইটার অভাবেইতো তোমরা চামারি করো ।
No comments:
Post a Comment