ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ তোমার বাবার সম্পত্তি নহে বতস যে বিনা ক্রেডিটে কপিপেস্ট কৈরা ছাইড়া দিবা । বাস্তবতা হইছে তোমার ব্যাক্কইলা মাথার পিছে কোটি টেকা খরচা করলেও দুই লাইন লেখবার পারবানা । তুমি সকালে উইঠা এই মহাকালের পরম প্রকৃতির মুগ্ধতায় বলতে পারোনা -
আজি এ প্রভাতে রবির কর
কেমনে পশিল প্রাণের 'পর,
কেমনে পশিল গুহার আঁধারে প্রভাতপাখির গান!
না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ।
কেমনে পশিল প্রাণের 'পর,
কেমনে পশিল গুহার আঁধারে প্রভাতপাখির গান!
না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ।
রবীন্দ্রনাথ পারে , এমননা এর জন্য সে শব্দ আর বাংলা ব্যকরনের ঝুলি খুইলা বসছে , এমননা যে তার মাথা তোমারতে ভালো ; সে প্রকৃতির সৌন্দর্য সেইভাবে ফিল করছে যেইটা তুমি আমি পারিনাই । আর কোটি টাকা দিয়া তুমি এই বিদ্যা কিনতেও পারবানা । তুমি যখন লুঙ্গি কাছা দিয়া চেগায়ে মাছ বেচতে বাছ ধরতে দৌড় দিছো তখন হয়ত কবি ব্যাটায় একটা নির্ঘুম রাইত ডাস্টবিনে ফেইলা নেশার মত শব্দের সাথে শব্দ বুনতেছে , বাক্যের সাথে বাক্য । রেস্পেক্ট দিলে তুমিও এই সুন্দর শব্দগুলার অংশ হইবা আর না দিয়া যাগা বেজায়গায় চুর হইবা । দেশে ছাগলের সংখ্যা বেশি বিধায় এই চুরি ধরা পড়বেনা , কিন্তু তা দিয়া নিজের নির্বোধ চেতনারে কেম্নে ঢাকবা ?
ফেসবুকে শেয়ার অপশন আছে , সেইটা ভালো না লাগেনা অনেকের তাই ক্রেডিট দেয় , সেইটা ভালো না লাগলে লেখে সংগৃহীত । ফটোগ্রাফিতে ফটোগফুর না লেইখা লেখে পিসি - অমুক । অবশ্য এইসব ছেড়িগ্রাফারদের এইটাই প্রাপ্য ।
এইটা আমার কোন কিছু কপিপেস্টের জন্য বলতাছিনা , অনেক গুণী মানুষ অনলাইনে আছে , যারা খুব ভালো আইডিয়া শেয়ার করে । আমি প্রতিনিয়ত নানা কিসিমের পাব্লিক ফলো করি । হ্যা একটা ব্যাপার আছে সাম্প্রতিক কিছু ব্যাপার নিয়া তোমার চিন্তার সাথে সম্পূর্ণ অপরিচিত আরেকজনের চিন্তা মিলতেই পারে ; কিন্তু লেখার মৌলিকত্ব স্বকীয়তা এইগুলা ইউনিক ; সবাই এই জায়গাটায় আলাদা হয়া যায় । এদের আবার ধরাটা কঠিন কারণ আইডিয়া চুরি করতেও পারে নাও পারে ; এখানেও ব্যাপার আছে , কিছু আইডিয়াও লেখার মতই মৌলিক ; এক্ষেত্রে তাঁদের পোস্টের সময়গুলা দেখলেই ক্লিয়ার । কপিপেস্টরা যা করে ফুল ফটোকপি করে কাজেই এই বলদদের ধরা সোজা ।
অবজারভেশন ব্রিংস উইজডম । চারপাশটা দেখো , টিউব্লাইটের উপ্রের ভাবুক লেঞ্জাকাটা টিকটিকি , টেবিলের তলার মাকড়সা , ভেন্টিলেটরে বাসা করা চড়ুই পাখি , এম্নেই পারবা খুব সোজা ; জ্যাক লন্ডন নামে একটা খুব পছন্দের লেখক আছে যে পশুপাখি যেইভাবে ভাবে হুবহু সেইভাবে ভাবতে পারে ; দুইটা বইয়ের নাম দেই পড়তে পারো , হোয়াইট ফ্যাং , দ্য কল অফ দ্য ওয়াইল্ড । বইডি পড়লে তোমার মনে হবে আসলে বইটা কোন মানুষ লেখেনাই ; লেখছে কোন কুকুর ; শিল্প মামা শিল্প । তোমার তেল শেষ গাড়িতো চলবোনা , আরেকজনরে তেল চুরি করলে ধরাতো খাইবাই । চোখ বন্ধ রাখলে লালও কালা , ধলাও কালা । চোখটা খুলো ।
কি দেখছ ? আরে রাখো তোমার রবীন্দ্রনাথ আর জ্যাক লন্ডন খোদ সৃষ্টিকর্তাও শিরক সহ্য করেনা । তারে আনফ্রেন্ড ব্লক মাইরা পানিত চুবায় । ফাউল পোলাপান ।
No comments:
Post a Comment