Tuesday, December 2, 2014

পরাবাস্তবতা

আমি স্বপ্নবাজ মানুষ । সাইফাইয়ের উপরের তলার মানুষ , ফ্যান্টাসির মানুষ । আমি বিশ্বাস করি স্পেসশিপ দিয়া গ্যালাক্সিময় ঘুইরা বেড়ানি ঠিক যতটা কঠিন এবং অপব্যায় সাপেক্ষ এবং অযৌক্তিক , আলাদিনের ছালায় কৈরা মাল্টিভার্সে যাইয়া নিজের অন্য দেহধারীরে চর দিয়া '' 'দেজা ভু' করবি তুই আমি করুম ক্যা '' বইলা শাসায় আসা ঠিক তেমনি সহজ , ব্যায়হিন এবং যৌক্তিক । এই স্বপ্ন সফল করতে যা দরকার তা হচ্ছে একটুখানি ঘুম ।
আসছে শীতকাল । স্বপ্নবাজদের উৎকৃষ্ট সময় । গ্রমকালে গরমের দুঃখে ঘুমায় যাই , শিতকালে আরামের চোটে ঘুমায় যাই । স্বপ্ন সফল করার জন্য মানুষ সব দুঃখ কষ্ট , শীত গ্রীষ্ম , বরফ ঠাডা সব সইতে পারে । সবাই যখন মাথার ঘাম পায়ে ফালায় স্বপ্ন দেখতেছে আমি তখন জেগে থাকতে পারিনে ।
ইন্সেপশনে একটা রুম থাকে যেখানে ১০-১২ জন সমানে ঘুমায় । তো একজন প্রশ্ন করে , এরা কি এখানে প্রতিদিন ঘুমাইতে আসে ? রুমের মালিকের জওয়াব - না তারা এখানে আসে জাগতে । তারা জানেনা কোনটা তাদের রিয়েলিটি , আপনে কি জানেন ? !
টিকা -
১ মাল্টিভার্স - গুগল করো বাবু
২ দেজা ভু - এইটাও গুগল করো বাবু , তবু কইতেছি নিজেরে চর দেয়ার আইডিয়ার জন্য । ''দেজা ভু'' এমন কোন কিছু দেখা যেটা দেখার পর মনে হবে আগে আপনি এইটা কোথাও দেখছেন , একি জগত একি সময় কিন্তু এই জীবনে না , ভিন্ন কোন জীবনে । মাল্টিভার্স এখনো ফ্যান্টাসির পর্যায়ে আছে । ধরা যাক , অন্য কোন হাজার বিশ্বের হাজার আমির মাঝে কিছু শিশু আমি এখনো স্কুলে পড়ি আবার কিছু ভবিষ্যতের মধ্যবয়স্ক আমি আমি হয়তো পড়াশুনা গোল্লায় তুইলা গ্রামে ক্ষেত খামার করি , সাপখোপ পালি , গলায় নিয়া ঘুরি । এই জগতের যুবক এরশাদ আমি খেতখামার করিনা , চাপাবাজি করি , কিন্তু কোন এক ধানক্ষেতের চিপা দিয়া হুদাই হুতাশে হাঁটার সময় দুই মুখখা সাপ দেখলাম , যেইটা দেইখাই আমার মনে হইলো এমন দৃশ্য আগে কোথাও দেখছি । আমার মনে হয় মাল্টিভারসে শরীর যেহেতু এক হওয়ার কথা মন-ও এক হবার কথা । যদি তা-ই হয় ভবিষ্যতের আমি অন্য জগতে যা দেখছি মন সেইটা এই জগতে মনে করছে অর্থাৎ ভবিষ্যৎ এই জগতে আইসা অতীত হয়া গেছেগা । এখন সাপ মাইরা যেই পরিমাণ মেজাজ খ্রাপ হইছে তারচে বেশি মেজাজ খ্রাপ হইছে কিছুতেই মনে করতে না পারায় যে কোই দেখছি । কাজেই মাল্টিভার্সে যাইয়া নিজের অন্য দেহধারীরে থাবড়া দিয়া শাসায় দেয়া যে সাপ খোপ পালছ হালায় কোন বেদের মেয়ে জোছনারতে এই যৌতুক লইলি !

No comments:

Post a Comment