Tuesday, December 2, 2014

No-Shave November

No-Shave November ব্যাপারটা কয়েকদিন যাবত বাইরের পত্রিকা আর পেইজে দেখতেছি । কিছু উতসব ধার করা অভিজাত বাঙালি হোলাউইন শেষ এখন এইটা লইয়া মাতছে । মুরুক্ষ মানুষ , ব্যাপারটা কি বুঝতে ওদের সাইটে গেলাম । লেখা -
No-Shave November is a unique way to raise cancer awareness.What better way to grow awareness than with some hair?
অর্থাৎ বোঝা গেলো একটা নির্দিষ্ট দিন বা সময়ে বিলাপ করা , ওই যে শালা দিবস , শাশুড়ি দিবস , বিলাই দিবস , ভাল্লুইক দিবস এই টাইপ আরকি ! দিবসকেন্দ্রিক সভ্যতা ।
আহাম্মকি আর কারে কয় , ক্যান্সারে চুল দাড়ি সাফা কিরকিরা , এরা আইছে চুল দাড়ি না কামাইয়া সেই পয়সা ডোনেট করতে । যার চুল নাই সেই ক্যান্সার রোগীর সামনে কতক্ষণ ঝাকানাকা ঝাকানাকা দেহ দোলানা দিলে অথবা সেই রোগী এইটা জানলে খুব মজা পাইবো । চুল দাড়ি কাইট্টা করলে একটা কথা ছিলো । ডোনেট করতে চাইলে এইসব ভুগিচুগি লাগেনা , ডোনেশনের কোন নির্দিষ্ট সময় , দিবস নাই । এইসাব দিবস হইছে রাইস বাকেটের মত দাড়ি বাকেট চ্যালেঞ্জ , একদফা এক মগ চাইল দিয়া ফকিন্নির ছবি তুইলা সবাইর সামনে তারে ফকিন্নি প্রমাণ কৈরা খালাস হওয়ার একটা পদ্ধতি , এতে চামে ফেমটাও আহে খরচাও নাই ।
যাগর মনে ক্যান্সার এরা আইছে মাইনসের ক্যান্সার দূর করতেভ , মানুষ-ই মাইরা ছাফ করতেছে ক্যান্সার হইবো কইত্তে ? মুসলমান দাড়ি রাখলে সমানে বিলাপ করে জংলী টেররিস্ট মধ্যযুগীয় বর্বর হেন তেন । এরা নিজেরা রাখলে সুপার ক্রিয়েটিভ , কবি , সাহিত্যিক , বুদ্ধিজীবী , সমাজ সংস্কারক ।
তর মায়রে বাপ , কালকা কানি আঙ্গুল দিবস । নভেম্বর মাসে হাঁটার সময় সবাই কানি আঙ্গুল বাদে বাকি আঙ্গুল বন্ধ রাখবি ।
কন্সেপ্ট - কানি আঙ্গুল November is a unique way to raise ধ্বজভংগ awareness....

No comments:

Post a Comment