আজকাল মোবাইল জিনিসটা খুবি ঝামেলার । কারণ আজকাল বেশিরভাগ মানুষেরই জিবনের একমাত্র সাত রাজার ধোন এই মোবাইল । মানে একটা ডিভাইসের মেইড ইন চায়না ব্র্যান্ড বা হউকনা ছাতার আইফুন , এইচটিসি যাখুশি ইত্যাদি তার যাবতীয় কুতুবির পরিচয় বহন করে । তার চউদারি বংশের সার্টিফিকেট । অইযে মুখে পয়লা বাল গজাইলে যেমন কিছু পোলাপান বাইক লয়া হুজ্জৎ করে এই টাইপের ; অইটা নিয়া আরেকদিন গ্যাজামু ।
সব দোষ হালারপো স্টিভ জবসের । অয় জানে ২০ কেজির সিপিইউ কান্ধে লয়া রাস্তায় হ্যাডাম কেউ লোবোনা বাইর করলো টাচস্ক্রিন । একটা ডেস্কটপের হার্ডওয়্যারের যেই ক্ষমতা আছে একটা ফোনের তার সিকিভাগ সেই ক্ষমতাও নাই , বড় কোন সফটওয়্যার সে রান করতে পারেনা ; ৫০ গিগার ওয়াচ ডগস গেইমের সিস্টেম রিকোয়ারমেন্টতো দূরে থাক সেই মেমরিটাও নাই । চতুর এন্ড্রয়েড গেইম ডেভেলপাররা চালাকি কৈরা দিছে ৫০-৬০ এম্বির অনলাইন গেইম খাওয়াইয়া । ইয়েস স্ট্রাটেজিক গেইম অফকোর্স ; বাট সেই লেভেলের গ্রাফিক্স , স্পিড , ফিল তুমি পাইতাছোনা । টাচস্ক্রিন বানাইছছ ঠিকাছছে ; ফোন ৪-৫ ইঞ্চি সেইটাও ঠিগাছছে ; ধাপ কৈরা গেলিগা আইপ্যাডে । শুরু হইলো মোবাইল , আধা মোবাইল আধা আইপ্যাড ইত্যাদি ইত্যাদি । ৮ ইঞ্চি , ১০ ইঞ্চি , ১৫ , ৪২০ ইঞ্চি এলাহি অবস্থা ! এই বিশাল সেটগুলা ব্যাপক বিশ্রী ।
এই সস্তার বাটখাড়ার বড় সমস্যা হইছে এর কল্যাণেে সমস্ত প্রত্যন্ত অঞ্চলে নেট ছড়ায়া গেছে । সমস্যা না বইলা বলা উচিৎ এটলিস্ট এর কল্যাণে সারা পৃথিবীর উন্নত চিন্তাধারাগুলির সাথে একত্রিত হওয়ার একটা লিংক হয়ত এদের হাতে পৌছাইছে । ফলাফল কি যা আশা করছিলাম সেইটাই আসতেছে ? নাকি রাইতভর মুহুর্মুহু বিরহের কবিতা , অটোলাইক আর কোন কেব্লাবাবা চেতায়ে দিলেই যাচাই না কৈরা দৌড়ান দিতেছে ? আবার এইপাড়ে কিছু অতিজ্ঞানি উজবুক এইগুলারে হুদাই সুড়সুড়ি দিয়া খেপায়ে দিতেছে বিজ্ঞানমনস্কতার জোকারিতে । তাইলে দেখা যাচ্ছে ছুড়ি কোন শিক্ষিত (প্রাতিষ্ঠানিক বা স্বশিক্ষিত যেইটাই হউক) সে ফল কাটবো আর মূর্খের হাতে পড়লে খুন করবো । টেকনোলজি কার হাতে পড়তেছে এইটাও এক সমস্যা । যাউকগা বাদ দেই ।
আপনে রাস্তাঘাটে আপনার বাটখাড়া বাইর করছেন , কোন হালায় অসময়ে মিসকল মারলো দেখতে । দেখলেন পাশে আরেক ভদ্রলোক হাতের মুঠ শক্ত কৈরা খিচ দিয়া তাকাইয়া আছে - মানে ''পেয়ার হুয়া ইকরার হুয়া হ্যয় , পেয়ার সে ফির কিউ ডারতা হে দিল '' টাইপের গান বাজানিমাত্রেই বাটালি দিবো ।
না হইলেও আপনার বিরাট ডিভাইস কোন ছিন্তাইকারি ফলো করবে । মাইর হাল্কা দিয়া সেটটা রাইখা দিবে , দেন চাইনিজ ব্র্যান্ড দেইখা ফোন পুকুরে ফিক্কা দিয়া ফালায়ে এইবার শুরু করবো চাইনিজ ধোলাই ।
আগে যখন একটা ভাঙ্গারি সেট চালাইতাম (এহন চাইর ইঞ্চির সামছু চালাই) এমন দিনও গেছে কথা কইতে কইতে রিকশা ভাড়া করতেছি রিকশাওলা আমার ফকিরা সেটের দিকে চায়া জিগাইছে ''ভাড়া দিতে হইবো কিন্তু '' । আমিও বলতাম ''দে ভায়া , তর এরোপ্লেন আমি চালাইয়া দেই ''
আরও বিভিন্ন কারণে ছোট মোবাইল আমার পছন্দ । কারণ মোবাইল জিনিসটা বানাইছেই পকেটে রাহনের লেইগা । যেমন হেদিনকা দেখি এক ব্যাটায় রাস্তায় চ্যাগায়ে হাটতেছে । গবেষণা কৈরা পাইলাম , হালায় ব্যাপাক বাটখাড়া পকেটে লয়া ঠিকমতো চলাফেরা করতে পারতেছেনা । ইউ নো , পিস্তলের লগে মোবাইল থাকলে যা হয় আরকি ! গেবন দুর্বিষহ !
No comments:
Post a Comment