Sunday, November 23, 2014

শুঁটকি

আমি জিন্দেগীতে শুঁটকি খাইনাই । আশেপাশের কোন চাকমা বাসায় শুটকি রানলে আমি সাতদিনের সফরে এলাকাছাড়া হইতাম ।
আজকে হাটতে হাটতে হুদাই মণিপুর গেছলাম । এক পিঠার টেবিলের সামনে দেখলাম এক মহিলা সপরিবারে পিঠার বেবসায় নামছে । জামাই ভাপা বানায়, মহিলা চিতই আর পিচ্চি পোলা সবাইরে পিঠা+পানি দেয়, , সুখী পিঠা পরিবার । চিতইয়ের সাথে দিলো এক ভর্তা , অন্ধকারে মনে হইলো মাইট্টা কালারের । সে এক অমায়িকচুদা ভর্তা । ঝালের চোটে নাক-চোখ দিয়া সমানে পানি পড়তাছে তবু লোভের চোটে প্রথমে দুইটা খাইলাম , সাম্নের তারখাম্বায় গিয়া একটা ঢুস দিলাম , তারপর আরও দুইটা লইলাম । রাইতে আর ভাত খাওয়া লাগবোনা ।
জিগাইলাম কিয়ের ভর্তা,সেই পিনিক ? কয়- শুঁটকীর ।
দুঃখে গেলাম এক চায়ের দোকানে , দেখলাম বাংলা ছবি চলে ,কি আছে জীবনে , ছবির উপ্রে আন্তর্জাতিক গোল্ড মেডেলপ্রাপ্ত অশ্লীল আয়ুর্বেদিকের বিজ্ঞাপন । ঝালরে আরও স্থায়ী করতে খাইলাম এক কাপ চা , ধরাইলাম হলিউড বিড়ি , জিহ্বা পুড়ায়া ছাড়খার কৈরা লাইলাম ।
এখন ড্রাগনের মত মুখ দিয়া সমানে আগুণ বাইরোইতাছে ।

No comments:

Post a Comment