Monday, December 1, 2014

এবং আরও একটি জন্মদিন

ছোটবেলায় পবিত্র আদর্শ লিপি ছুঁইয়া প্রতিজ্ঞা করছিলাম বড় হইলে মতিঝিলে চান্দাবাজি কৈরা বেড়ামু , আর্জেন্টিনার সাপোর্টারগো কানে ধরাইয়া মিরপুর এলাকায় ব্যাং রেস দেওয়ামু (অই যে হাটুর তলা দিয়া হাত আইনা কান ধরা আরকি) , ১ নাম্বার মাজারে গাঞ্জা ফাটামু , রেড ওয়াইনের সুইমিংপুলে স্কারলেট জোহানসনরে বন্দে মাতরম ... এরপরে শবে বরাতে পোলাপান আর কি ফুটায় হালার চকলেট,তারাবাত্তি,তারকাটার সমান 'লাদেন বোম' ছাড়া , রকেট লাঞ্চারের লগে লুঙ্গি বাইন্ধা নিজেই নিজেরে ফুটাইয়া দিমু ।

কিন্তু হায় ... সুনীল দাদু বলেছেন
তেত্রিশ বছর কেটে গেল , কেউ কথা রাখেনি ।
আর আমি ?
বাষট্টি পার কৈরা লাইলাম , নিজেই নিজের কথা রাখিনাই ।

এখনো সেই আগেরর মত বিছনায় শুইয়া পা নাড়াই ... শুধুমাত্র শুইয়া শুইয়া বিমলানন্দে পা নাড়ানির জন্য আমি বাকিসব কোরবান করলাম ।

No comments:

Post a Comment