Monday, December 1, 2014

মুক্ত-নুনু-ভূতি

কিছুদিন আগে দেখলাম এক মুসলিম আর নাছারা একে অপররে হেল্প করছে । মানবতাবতাবাদিরা হই হই কৈরা উঠল জয় মানুষের জয় , জয় মানবতা ।
আসলে কি ঘটছে ?
মুসলিম তার আদর্শের জায়গা থেকে করছে , নাছারাও তার আদর্শের জায়গা থেকেই করছে । চামে দিয়া মুক্তমনুরা কয় জয় মুক্তমনুর জয় । আচ্ছা ধরা যাক সেইখানে একজন মানবতাবাদিও ছিল এবং এইবার যৌক্তিক কারণেই সে মুক্তমনুর জয়গান গাইলো ।
ডাক্তার যেমন ডাক্তাররে সমর্থন দিলো , কৃষক যেমন কৃষকরে সমর্থন দিলো , শিক্ষক শিক্ষকরে সমর্থন দিলো , মুসলিম যেমন মুসলিমরে সমর্থন দিল , নাছারা যেমন নাছারারে সমর্থন দিলো , নারীবাদী নারবাদিরে দিলো , তেমনি মানবতাবাদিও নিজেদের দিলো । এবং এদের মধ্যে এক্সট্রিমিস্ট থাকবেই । কোন যায়গায় ধর্মবাদিদের ক্ষমতা বেশি আবার কোন যায়গায় মানবতাবাদিদের । সবাই কোন না কোন যায়গায় সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘু । যার ক্ষমতা বেশি চোখের সামনে গলা কাটে আর যার ক্ষমতা কম মনে মনে গলা কাটে ।
কাজেই তোমারটা মানবতাবাদ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আর আমারটা মধযুগিয় বর্বরতার ধর্ম বলার অবকাশ নাই ভায়া । দুইটাই ধর্ম । একটা ইসলাম , একটা হিন্দু ধর্ম , তেমনি এইটা মানবতাধর্ম ।

এবং দুই দলেরি অনুভূতি আছে ... 

ধর্মের বিপক্ষে বিলাপ করলে যে আঘাত লাগে তার নাম ধর্মানুভূতি
আর ধর্মের পক্ষে বিলাপ করলে যে আঘাত লাগে তার নাম মুক্ত-নুনু-ভূতি
মুক্তনুনু একটি বিবর্তিত শব্দ । 
যেমন -বিবর্তনবাদ অনুযায়ী আমরা জানি ,
বালঅলা বান্দর >বনমানুষ>আবাল মানুষ
মুক্তমনা > মুক্তমনু > মুক্তনুনু

No comments:

Post a Comment