Saturday, July 4, 2015

মিডিয়া

পশ্চিমা জনগণ বেজ্ঞানে বিশ্বাসী । সেইখানের চটি পত্রিকার খবরে রেগুলার থাকে মঙ্গলে বাসস্থান ফাঁদার গালগপ্প , বেরস্পতির কুন চাঁদের চিপায় পানি পাওয়া গেছে , কোন এস্টরয়েডে ধাক্কা খাইয়া তাদের কইলজার টুকরা পৃথিবী প্রায় প্রতিদিন-ই দুই টুকরা হইয়া যাইতেছে এই সমস্ত ফাঁপর । মাঝে মায়ান সভ্যতার ধর্মের রেফারেন্স আইনা ২০১২ সালের পৃথিবী ধ্বংস হওয়ারেও জায়েজ করছে । যথারীতি পৃথিবী তাদের বৈজ্ঞানিক ওয়াজ-নসিহত অনুযায়ী বহুবার ধ্বংস হইছে । মাইনষেও এভেঞ্জারস আর স্টার ওয়ার্স দেইখা একদম পুরা লাইনে ।
েশের জনগণ ধর্মে বিশ্বাসী । এইখানের চটিপত্রিকার খবরে রেগুলার থাকে গাছের পাতায় মাছের গায়ে বিভিন্ন আরবি বাক্য ; চান্দে দেখা যায় বিচিত্র সুফি কেব্লাবাবার ছবি ; ভূমিকম্পের সময় এরা পুরা কেয়ামত নামায়ে ফালায় । আবার রেফারেন্স হিসাবে কেয়ামতযে প্রায় হয়া যাইতাছে সেইটার প্রমাণ হিসাবে রীতিমত এমেরিকার জিওলজিক্যাল সার্ভে ইউজ করে । গতকালতো একজন আমারে নিশ্চয়তা দিছে যে ২০১৬ সালে পৃথিবী ধ্বংস হবেই । মানুষ ধর্মের লগে বেজ্ঞানের প্রেম পায়া পুরা লাইনে ।
এই যুগে সবচে নোংরা বিকট দানব হইয়া উঠছে মিডিয়া । অবশ্য তাদের দোষ দিয়া আর কি লাভ ? দোষতো উপরের যেই দুই স্তরের উদাহরণ দিলাম তাদের ; একদল ধর্মান্ধ , আর আরেকদল বিজ্ঞানান্ধ !
সবাই পৃথিবী ধ্বংস লয়া মাতছে । কেয়ামতের আলাপ চলে , ন্যাশনাল জিওগ্রাফিতে গ্যালাক্সি কলিশন দেখায় ।
আমি দেহি নীতি জিনিসটা বহুত আগেই ধ্বংস হইয়া গেছে , পৃথিবী ধ্বংসের আনুষ্ঠানিকতাতো পরের ব্যাপার । মানুষতো দূরে থাক ভূতেরাও এতটা অসুস্থ বিকৃত নৃশংস না ।

No comments:

Post a Comment