Friday, August 14, 2015

জোকার

কিছু ইন্টারভিউ দেখতেছিলাম হিথ লেজারের । ডার্ক নাইটের আগের এবং পরের । আগের সাথে পরেরটার কোন মিল নাই । চেহারায় সেই ডার্কনেসটা রয়া গেছে জোকারের মেকাপ ছাড়াও এবং মনে হইতাছিলা সে এক ঘোরের মধ্যে আছে । মাঝে মাঝে আমার মনে হয় ব্যাটম্যান কমিক্সটার জন্য জোকারের জন্ম হয়নাই বরঞ্চ লেজারের জন্য কমিক্সটায় জোকারের জন্ম হইছিলো ।
এইটা হয় , কোন ক্যারেক্টারের গভীরে ডুব দিলে প্রচুর এক্টরের বাইর হয়া আস্তে অনেক সময় লাগে । এখন পর্যন্ত আমার দেখা সবচে উদ্ভট এক্টর অস্কারে হ্যাট্রিক করা ড্যানিয়েল ডে লুইস ।My Left Foot করার সময় প্রতিবন্ধীর অভিনয় করতে গিয়া সে পুরা শ্যুটিংয়ের সময়টা সে হুইলচেয়ার থেকা নামেনাই , আরো ভয়াবহ ফিল্মে তার ক্যারেক্টারটা একমাত্র বাম পা দিয়া সব কাজ চালায় সে কারণে সে পুরা সময়টা তার তাবৎ খাওয়া দাওয়া এবং অন্যান্য কাজকর্ম সেই বাম পা দিয়া করছে । The Boxer (1997 film) করার সময় ১৮ মাস বক্সিঙয়ের ট্রেনিং নিছে , Gangs of New York করার সময় মাসের পর মাস কসাইর কাছে ট্রেনিং নিছে ।Lincoln এর কাহিনিটা বেশ মজার । স্পিল্বার্গ গেছে ডি-ক্যাপ্রিওর কাছে তারে দিয়া লিংকনের রোল প্লে করাইবো , ক্যাপ্রিও বলছে এইটার জন্য ড্যানিয়েল ডে লুইসেরচে যোগ্য কেউ নাই , তার কাছে যাও । লিংকন যারা দেখছে তারা জানে খোদ লিংকনের চেহারা , কন্ঠ কোন কিছুর সাথে লিংকন আর ড্যানিয়েলের মধ্যে কোন পার্থক্য নাই । মানুষ বলতে পারবোনা যে আসলেই এইটা ড্যানিয়েল না লিংকন নাকি লিংকনের ভূত ! এই ফিল্মটার প্রস্তাব নিয়া যখন স্পিল্বার্গে ড্যানিয়েল মামুর কাছে গেলো তখন মামু বলছে আপ্নে আমার সাথে বছর খানেক পরে দেখা করেন । কয়েকদিন পরে স্পিল্বার্গে ফের প্রস্তাব দিতে যায়া দেখে মামুর ঘরে শ খানেক লিংকনের উপর লেখা বই , বক্তব্য একটাই , আমি এই একবছর লিংকন গবেষণায় কাটামু । তোমার যদি ইচ্ছা হয় ফিল্ম বানাইতে সাম্নের বছর আসো , চুম্মা । বেচারা স্পিল্বার্গ দাদু অপেক্ষা করলো । প্রায় তিনবছর অন্তর অন্তর অমানুষটা এমন কিছু করে যার প্রতিদ্বন্দ্বিতা করার মত এখন পর্যন্ত আমি কেউরে দেখিনাই ।
এধরণের ক্যারেক্টারগুলিতে ঢুক্লে সময় লাগ্লেও একটা সময় বের হয়ে আসা যায় । না হইতে পারলেও কিছু যায় আসে না । বড় কোন ক্ষতি মনে হয় হয়না । পুরান এক পোস্টের কিছু কথা কই '' কেউ ডার্ক কমেডিয়ান হউক বা নরম্যাল কমেডিয়ান হউক কনফার্ম থাকেন সে চারপাশের মানুষরে হাসায় কুৎসিত লাইফরে তিরস্কার করার জন্য । আসলে একটা জোকারের জন্ম হয় কোন অমানুষিক যন্ত্রণার ফসল হিসাবে । তারা তাদের যন্ত্রণারে প্রকাশ করে লোকের হাসির শব্দে । মিরাক্কেল বা ইদানিঙ্গের বাংলা নাটকের মত জোর কৈরা কাতুকুতু আজেবাজে কমেডিয়ানদের কথা বলছিনা । সম্ভবত রিয়েল কমেডিয়ানরা পারফেকশনিস্ট হইতে যায়া নিজের সত্ত্বা হারায় ফেলে । হঠাত কইরাই রিয়েলিটি নষ্ট হইয়া যায় । এই কারণে সবি ফানি হইয়া যায় । ''
ডার্কনাইটের শুরুর দিকে জোকার ব্যাটম্যানরে খুন করার প্রস্তাব নিয়া যায় শহরের বড় বড় গুন্ডাপান্ডাদের কাছে । এই সময় সে একটা হাসি দেয় এমন - আহ আহ হাহ হাহ হা ওহ ইস ওহ ইহ হা আহা , আই থট মাই জোক্স ওয়্যার ব্যাড '' , এই অংশটা ঠান্ডা মাথায় শুনলে মনে হবেযে এক অশরিরি ভর করছে কন্ঠের উপর । বিভিন্ন সময়ের অসুস্থ এক্সপ্রেশনগুলিও এর প্রমাণ । বাস্তবে ড্যানিয়েল যেমন লিংকন হয়া গেছিলো লেজার তেমনি অবাস্তব এক কমিক্সে ডুব দিয়া রিয়েল জোকার হয়া বাইর হয়া আইছিলো । রহস্যময় মৃত্যুর ব্যাখ্যা হরেক রকম কিন্তু আমার মনে হয় এই দ্বিতীয় লেজার প্রথম লেজাররে মাইরা ফেলছে কিনা কে জানে । রবিন উইলিয়ামসের কিছু ইন্টারভিউ দেখেন ইউটিউবে , শেষ দিককার , সেইম চেহারা , ফানি চেহারার ভেতর থেইকাও রাগটা ঠিকরে বের হচ্ছিলো ।
Jared Letoরে আমি প্রথম চিনি NFS Hot Persuit. খেলতে যাইয়া । Thirty Seconds to Mars এইখানে একটা গান দিছিলো , ভোকাল লেটো । Mr. Nobody , Requiem for a Dream এ ড্রিমের পর ফাটাইলো অস্কারে Dallas Buyers Club এ ট্রান্সউইমেনের ভয়াবহ রোল দিয়া । Russell Crowe র মত মাল্টিট্যালেন্টেড জিনিয়াস । দুঃখের বিষয় হইলো রিসেন্টলি সে Suicide Squad এ জোকারের রোল প্লে করছে । অথচ জোকার হিসাবে লেজার যা করছে সেইটাই এনাফ , আর কেউ চেস্টা করলেও মানুষ সেই জোকার দেখবোনা যেইটা লেজারের ভিত্রে দেখছিলো । সবচে জরুরি ব্যাপার হচ্ছে এই জোকার ক্যারেক্টারটাই পারমানেন্টলি টার্মিনেট কইরা দেওয়া উচিৎ । এইটা করলে মনে হয়না কেউ সুস্থ থাকতে পারবো ।
লেজারের আগের জোকার Jack Nicholson লন্ডনের এক রেস্টুরেন্ট থেইকা বাইর হওয়ার সময় এক রিপোর্টার তারে প্রশ্ন করে লেজারের মৃত্যু সম্পর্কে তার মতামত কি ? সে বলছিলো ''Well… I warned him, he never listened ''
সেই রাতটা ছিলো লেজারের মৃত্যুর রাত এবং নিকলসন এইটা বলতেছিলো হাসতে হাসতে ।

No comments:

Post a Comment