Saturday, July 4, 2015

টাচস্ক্রিন

টাচস্ক্রিন জিনিসটা আসলেই ভ্যাজাইলা । এইকারনেই কি-বোর্ড প্রিফার করি । ফেসবুকের এক নতুন হুজ্জত হইছে সাজেস্টেড পোস্ট , মানে কোন পেইজে লাইক দেওয়া না থাকলেও ফিডে শো করে । কহন যে কুনখানে কুন বলদনি
 
উজ24.com
 
 এ শেয়ার দেওয়া কুলটা সানি লায়নের ছবিতে লাইক পইড়া গরীবের ইজ্জতটা হালুয়া হয়া যায় আল্লামাবুদ জানে । গত দুইবছর যাবত হালারা ''বাংগালি পুরুষ হরমোন চেঞ্জ করিয়া কানাডায় যায়া মুক্তমনা সুন্দরি হইয়া গেছে , এখন সে বিশ্বসুন্দ্রি প্রতিযোগিতায় , জয় মুক্তমনের জয় ।'' এই একি নিউজ চালায়া যাইতাছে ,বদ্ধ উন্মাদ পাবলিকেও একি গতিতে সাইটে যায়া হিট দিয়া আইতাছে ; একি খবর পড়তে পড়তে হেফজ কৈরা লাইছে তবু খাইতাছে । এগুলাতে টাচ পড়লে ইজ্জত হালুয়া । এই টাচের কারণে বহুদিন পরে ভুল বসত রেডিওতে ক্লিক দিয়া লাইছিলাম । রেডিমুন্নি , রেডিওচুন্নি , রেডিসদেশ , রেডিওবিদেশ , রেডিওবিলাই , রেডিওকুত্তা কিছু এক্টাতে । কানে বাকোয়াজ বাজতেই হতাশ হয়া ভাব্লাম এহনো মাইনষে RJ গিরি কৈরা ভাব হান্দায়, এহনো প্রতিটা বস্তির (টেকাটুকায় বস্তি না , চিন্তাভাবনায় ; আবার চেইত্তা চৌধুরী সাহেব টেকা দিয়া প্রেম কিনা যায়না টাইপের হলি ডায়লগ দিয়েননা ) পোলাপানের ফেকবুক আইডির নাম RJ ; এহনো খাটের চিপায় , আলুর বস্তায় , গাছের আগায় , লুঙ্গির তলায় ভূত আছে ;এই যুগ এহনো যায়নাই ; এমনকি ভূত এফেমের তারা নিজেরাও মনে হয় সন্দেহে আছে তারা মানুষ না মুত ; স্যরি ভূত ! একটা রিকশাওলা ভাইয়ের কাছেও ৬৪ জিবির মেমোরিসহ স্মার্টফোন আছে , এই ব্যাটাও এটলিস্ট ইস্মার্ট আছে । পয়সা গচ্চা দিয়া ''হ্যালো লুতপুত ভাইয়া ! অমুক লুতুপুতু গানটা সোনা-ন না ? জমিদারি বেইচা কয়েক হাজার মেসেজ দিলাম , আর কতো তেল দিবো ? আপনি খুবি দুষ্টু লুতুপুতু । ছিঃ! যাহ ! দুস্টু কুথাকার ! কি পেলে তুই আমার টাকলা মেসেজ পড়বি বল? '' এইসব বইলা সেও পিনিক লয়না ; কৈ থেইকা যে এই উদ্ভট জীবগুলার আবির্ভাব হয় । গানতো ফোনেই আছে , বার্থডে উইশতো এক মসেজেই করা যায় দুনিয়ার মিডিয়া ঘুরায়ে জানান দেওন লাগেনা । কেউরে পছন্দ করলে যে নিজে তার মানুষের কাছে ব্যখ্যা না কৈরা রেডিওর বলদা আরজে ভাইয়ারে দিয়া বলাইলে যে বেশি রোম্যান্স পাওয়া যায় এই নির্বোধ ফালতু যুক্তি একমাত্র রেডিওতেই দেখছি । হুদ্দা আজগুবিডুবি ভগরভগর ; স্টার প্লাসের মত এগুলাও নিষিদ্ধ করতে আন্দোলন করা উচিৎ ; ভাষার পার্থক্য বাদে এগুলার লজিকে আর কোন পার্থক্য নাই । নির্বোধ মানুষগুলারে চামে পায়া ফকিরা প্রোগ্রাম খাওয়ায়া পেট চলায় । বিনোদন অনর্থক হইলেও একটা লেভেল থাকলে বিনোদন আর অর্থবহ কিন্তু বেক্কইলা প্রেজেন্টেশন , লুতুপুতু নিম্নশ্রেণীর টপিকগুলা হইছে বিনোচোদন । স্টুপিডের দল ।

স্টুপিডের মায়রে বলদনি
 
উজ24.com
 

স্টুপিডের মায়রে ভূত 420.327364234...infinity FM

No comments:

Post a Comment