আসেন আমরা আরেকটা সস্তা মার্কেটিং ধোঁকাবাজি দেখি । ডিস্কভারি ২ মাস যাবত চেচাইতাছে আমরা এনাকন্ডার লাইভ মানুষ খাওয়া দেখামু । দেশ-বিদেশে পত্র-পত্রিকায় তোলপাড় । একদল পক্ষে হহ খাউক , আমরা মজা লই(আমি এই দলে) , আরেকদল পরিবেশবাদি নানা পশুর প্রতি নির্মম অমানবতা । পল রোজালি (যেই মান্দার পুতের এনাকন্ডার পেটে যাওয়ার শখ জাগছে) বল্ল ৫ বছর যাবত এনাকন্ডা লয়া পড়াশুনা করছি , এ এনাকন্ডার প্রতি অমানবতা নহে বরং আমাজন জঙ্গল সম্পর্কে সতর্কতামূলক দৃষ্টান্ত , আর এর টেকাটুকা আমি পশুরক্ষায় দান করিয়া দুই জাহানের অশেষ নেকি হাসিল করিবো । তারপর এই একমাসে ফাঁকে দিয়া ডিস্কভারি জাতে উঠল ।
এইবার আসেন মূল এপিসোডে । রোজালি শুয়ারের রক্ত মাখা স্নেক স্যুট পইড়া এনাকন্ডার সামনে যাইয়া কইলো ,'' ব্রাদার আমারে খাউ !'' এনাকন্ডা বান্দির পুত রোজালিরে দেইখাই ফার্স্টে যাইতেগা চাইছে । কই একটা জিনিসরে চিপ্পা রস বাইর কইরা খাওয়া আর কই চিপার আগেই বাইরায় রইছে । এই ব্যাপারে রজালির বক্তব্য -সে প্রথমে ভীত ছিল । তাই আমি সিদ্ধান্ত নিলাম , টেকনিক চেইঞ্জ করতে হবে , সাপের মন ভোলানো সহজ ব্যাপার নয় ।সবাই বাজাইলো সাপের বীণ , রোজালি তখন কোমর দুলায়ে নাচা শুরু করল - ।
বীণ তেরে সানম ইস জাহান ম্যায়
বেকারার হাম টাম ড্ডাডাম ডাডাম
ও জারা জারা টাচ মি টাচ মি টাচ মি
ও জারা জারা কিস মি কিস মি কিস মি কিস মি
বেকারার হাম টাম ড্ডাডাম ডাডাম
ও জারা জারা টাচ মি টাচ মি টাচ মি
ও জারা জারা কিস মি কিস মি কিস মি কিস মি
সাপ আর যায় কই ! লালসার আগুনে আজম খান স্টাইলে গান গাইতে গাইতে কাছে আইলো -
ওরে সালেকা ওরে মালেকা।
ও রে ফুলবানু পারলি না ঠেকাতে
ও রে ফুলবানু পারলি না ঠেকাতে
কিন্তু , ক্যামেরার কাজ ছিল অত্যন্ত ফালতু , প্রথমত দেখলে আপনি পুরা শিউর হইতে পারবেননা সাপে ক্যাটরিনা থুক্কু রোজালিরে খাইছে না পুতলা খাইছে । যদি সত্যি-ই অইডা হাফ্লেডিস রোজালি হয় , সেই সময় সাপে ওরে ধইরা কপালে সামান্য একটা চুমা দিয়া শুরু করছে , তাতেই বলে অর হাড্ডি গুড্ডি ভাইঙ্গা যাইতাছিলো , শরীর অবশ হয়া যাইতাছিলো । শিহরণ হওয়াই স্বাভাবিক , এরপরে কি মনে করলো কে জানে , সেই ঐতিহাসিক চীৎকার শুরু করলো , ছেড়ে দে শয়তান , টাকা দিয়ে প্রেম কিনা যায়না , তুই আমার দেহ পেলেও মন পাবিনা । সবাই দৌড়ায় যায়া সাপের কবল থেইকা রোজালিরে উদ্ধার করলো ।
সাপ হালায় তোো পুরা আবুল ! কাঁদতে কাঁদতে সে ভাবলো , তুই আমারে লোভ দেখাইলি , নাচলি-গাইলি আর এহন তু-ই আম্রে সবাইর সামনে ভিলেন বানাইলি ! প্রেম স্বর্গ থেকে এসে প্রতারণায় অমর হয়ে রয় !
মোদ্দা কথা ১ মাস আগে বলা হইছে ওরে সাপে হজম করবো । কিন্তু খোমায় চুমা দিতেই ওয় চিল্লান শুরু করছে , ক্যা তুই বলে স্নেক প্রুফ স্যুট বানাইছো তা তর হাড্ডি ভাঙ্গে ক্যা ? তুই বলে পাঁচ বছর এনাকন্ডা লয়া পিনিক করছো ?